হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে প্রতিমা ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান ও পূজা উদ্‌যাপন পরিষদ শাখার আয়োজনে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় প্রমুখ। এ সময় বক্তারা দেব দেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাসপাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উদ্‌যাপন করা হয়। গত ৭ এপ্রিল দুর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, চার হাত, মহাদেবের প্রতিমার হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাঁসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মন্দিরে ভাঙচুরের ঘটনায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’ 

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা