হোম > সারা দেশ > ফরিদপুর

আমগাছে ঝুলছিল মুয়াজ্জিনের লাশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আমগাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধ স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন। পরিবার বলছে, বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি।

আজ শুক্রবার সকালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আমগাছে তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওই বৃদ্ধের নাম আফজাল মোল্লা ওরফে লাখু মোল্লা (৭৫)। তিনি উপজেলার ইউসুফদিয়া উত্তরপাড়ার ভদ্রপাড়া এলাকার মৃত সমুজুদ্দিন মোল্লার ছেলে।

লাখু মোল্লার ছেলে কাইয়ূম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় ইউসুফদিয়া মোল্লাবাড়ী জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। কারও সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না বাবা।’

স্থানীয়রা বলছে, লাখু মোল্লা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝেই নির্জন জঙ্গল ও জমির মাঠে গিয়ে একাকী ঘুমিয়ে থাকতেন। আজ সকালে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় আমগাছের ডালে ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ