ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে আক্তার মোল্লা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন কৈডুবী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের তোতা মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, বুধবার ভোরে থ্রি হুইলারে করে আক্তার মোল্লা ভাঙ্গা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। কৈডুবী এলাকায় থ্রী হুইলারটি একটি স্পিড ব্রেকারে ধাক্কা খায়। চালক গতিনিয়ন্ত্রণ করতে না পারায় থ্রী হুইলার থেকে আক্তার মোল্লা রাস্তার মাঝখানে ছিটকে পড়ে। সে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ওই যুবককে আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাসটি আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।