হোম > সারা দেশ > ফরিদপুর

এমপি নিক্সনের চাপে সরে গিয়ে জনগণের চাপে ফেরা চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর চাপে সরে গিয়ে পরবর্তীতে জনগণের চাপে ভোটে ফেরা সেই চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করেছেন। 

তিনি আনারস প্রতীকে ৪০ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নিক্সন চৌধুরী সমর্থিত কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট। 

আজ বুধবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৮টি কেন্দ্রে ভোট প্রদান করেন ভোটাররা। 

এর আগে গত ২১ মে শহিদুল ইসলাম বাবুলকে নিজ বাড়ি থেকে তুলে নেন সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নিজেই। 

পরে তার বাসভবনে নিয়ে জোড় পূর্বকভাবে এই প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফেসবুক লাইভ করাতে বাধ্য করেন। পরেরদিন বুধবার জনগণের চাপের মুখে নির্বাচনে ফেরার ঘোষণা দেন তিনি। 

এ ছাড়া এই প্রার্থীকে ৬৮ কেন্দ্রে অস্তিত্ব না রাখার হুমকি দেন সংসদ সদস্য নিক্সন। যার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে নির্বাচনের দুদিন আগে শহিদুল ইসলাম বাবুল জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। 

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিলেন। নির্বাচনে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।’

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০