হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় বিল থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় দুর্গম বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের মাংস পচে-গলে হাড় বেরিয়ে গেছে। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।

স্থানীয় গ্রামপুলিশ অজিত কুমার বলেন, ‘প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চতলার বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ খুবই কম। সেখানে বছরজুড়ে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। আজ সকালে একজন বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’

অজিত কুমার আরও বলেন, ‘পুরো বিলে পাট খেত। সালোয়ার পরা ও গলিত লাশটি পাট খেতের পাশে ছন খেতে দেখতে পাই। লাশ মাথা থেকে বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে লাশটি পাট খেতে ফেলে গেছে।’

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী দূর থেকে তাঁকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ