হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি হলেন-গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মতিউর রহমান মুন্সী (৪৫) ও আশিক মুন্সী (৩০) এবং একই উপজেলার হাজারীবাগ এলাকার আজগর আলী মোল্যা (৩০)। 

গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারিকে আজ রোববার দুপুর ২টার দিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালি জোন) মোহাম্মদ আব্দুল মতিন। 

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন যাবৎ সালথায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান