হোম > সারা দেশ > ফরিদপুর

পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পদ্মা নদীর নৌ-বন্দর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

সকালে এলাকাবাসী ওই মরদেহটি পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ-পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, মরদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরোনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে। 

নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মরদেহের গায়ে সাদা-কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিনসের প্যান্ট পরা ছিল। গলায় একটি মাফলার প্যাঁচানো ছিল। মরদেহ পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টাতে শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩