মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, গ্র্যাচুইটির ও পাওনা টাকা আদায়ের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুর ১২টায় চিনিকল রোডের ফুড গোডাউনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সংগঠনের আহ্বায়ক মো. আলী আকবর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিআইসি রেজাউল হক, শহিদুল হক মন্টু, অবসরপ্রাপ্ত সিডিএ আবুল বাসার বাদশা, ছিদ্দিক আলী খান, আবু বক্কার, সিরাজউদ্দিন, আবুল হাশেম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় সকল সুগার মিলে যে সমস্ত শ্রমিক কর্মচারীগণ অবসর গ্রহণ করেছে তাঁরা না খেয়ে, বিনা চিকিৎসায় অর্থাভাবে দিন কাটাচ্ছে। এ সময় অবসর পরবর্তী পাওনা করপোরেশনকে অবিলম্বে প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।