হোম > সারা দেশ > ফরিদপুর

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

ফরিদপুর প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে উদ্ধার অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, ওই মার্কেটের তৃতীয় তলা তল্লাশি করে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়াকিটকি সেট, একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদসংলগ্ন একটি রুম থেকে একটি এয়ারগান ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় ওই কমপ্লেক্সের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য তাঁর দুজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়। আটক কর্মচারীরা হলেন কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিনতলায় অবস্থিত রেস্তোরাঁর ব্যবস্থাপক কাজী মুশফিক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে ১১ দলের ইউনিয়ন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে