হোম > সারা দেশ > ফরিদপুর

আসামি গ্রেপ্তারে যাওয়ার পথে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, এসআই নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এসআই বোরহান উদ্দিন ও তাঁর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বোরহান উদ্দিন (২৭) নামের পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য মাগুরার মহম্মদপুর থানা থেকে ফরিদপুরের বোয়ালমারীতে যাচ্ছিলেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারীর উপজেলার মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সোতাসী সেতুসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোরহান উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানায় এক বছর ধরে কর্মরত ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে।

মহম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক পরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘বোরহান উদ্দিন সকাল ১০টার দিকে থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়েছি।’

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলম বলেন, ‘বোরহান উদ্দিনের মাথার পেছনে গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। সম্ভবত তাঁর মাথায় হেলমেট ছিল না।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহম্মদপুর থানার এক এসআই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তাঁর মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাটি মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’

ফরিদপুরে ১১ দলের ইউনিয়ন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে