হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও ভাশুর গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূ হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লা (৪০) ও ভাশুর কেরামত মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্লার ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূ হাসিনা বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। হাসিনা পাশের ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যাসন্তানের মা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়।

ওসি আরও বলেন, গতকাল রাতে পাশের সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফরহাদ মোল্লা তাঁর বড় ভাই কেরামত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজ শনিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ