হোম > সারা দেশ > ফরিদপুর

নিখোঁজের এক দিন পর অটোচালকের লাশ মিলল আখখেতে, আটক ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে নিখোঁজের একদিন পর অটোরিকশা চালক মোশারফ হোসেনের (৩৫) লাশ আখখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান। তিনি বলেন, আটকদের নাম-পরিচয় আজ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সদর উপজেলার শোভারামপুর এলাকায় নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন মোশারফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানান।

কোতোয়ালি থানা-পুলিশ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ শহর থেকে দুইজনকে আটক করে। পুলিশকে আটক ব্যক্তিরা জানান, অটোরিকশা ছিনতাই করে অটোচালককে মেরে ফেলে কানাইপুরের একটি আখখেতে ফেলে দেওয়া হয়। গতকাল রাতে ওই আখখেতে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ