হোম > সারা দেশ > ফরিদপুর

তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে প্রাণ গেল গৃহবধূর 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ আনোয়ারা বেগমের মেয়ে বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

নিহত আনোয়ারা বেগম শানু (৫০)। তিনি কুমারখালী গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী। অভিযুক্ত আতিয়ার হাওলাদার তাঁর প্রতিবেশী ও সম্পর্কে দেবর হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আতিয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার বিকেলে আতাউলের চার বছর বয়সী এক ভাতিজি আনোয়ারা বেগমের বাড়ির সীমানায় খেলতে যায়। এ সময় আনোয়ারার ছেলের বউ শিল্পী বেগম ওই শিশুকে বকাঝকা করেন। এ নিয়ে আতাউলের স্ত্রী সাথী বেগমের সঙ্গে শিল্পীর বাক্বিতণ্ডা শুরু হয়।

পান্না বেগম বলেন, একপর্যায়ে আতিয়ার হাওলাদার এসে তাঁর মা আনোয়ারা বেগমকে থাপ্পড় দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। পরে পান্না বেগম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকার উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আতিয়ার হাওলাদারকে ধরতে অভিযান অব্যাহত আছে।

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল