হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা-ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করে রাখা হয়।

এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এতে সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছুটে আসেন। এক ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তাঁরা।

ভাঙ্গা উপজেলা নাগরিক কমিটির সমন্বয়ক মো. আশরাফ হোসেন জানান, ‘গোপালগঞ্জে নাগরিক কমিটির নেতাদের ওপর হামলার প্রতিবাদে আমরা ভাঙ্গায় সড়ক অবরোধ করেছি। গোপালগঞ্জ থেকে যতক্ষণ পর্যন্ত না নেতা-কর্মীরা নিরাপদে ফিরে ভাঙ্গা অতিক্রম করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, নাগরিক কমিটির নেতা-কর্মীরা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। মানুষের যাতে ভোগান্তি না হয়, সে কারণে তাঁরা অবরোধ তুলে নেন। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিবেশ শান্ত রয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে বিকেলে শহরে প্রতিবাদ মিছিল বের করেন জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার নেতারা। শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। এ সময় অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস