ফরিদপুর জেলার মধুখালীতে ডাব চুরি করতে গিয়ে অজ্ঞান হয়ে নারকেলগাছেই আটকা পড়ে এক কিশোর (১৬)। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে তাকে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মমিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। সাড়াশব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তাঁরা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চার ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।’
মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১০টার দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। রাত দেড়টার দিকে ওই ছেলেকে উদ্ধার করা হয়। নারকেলগাছটি বেশ বড় হওয়ায় আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকার কারণে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়।’
এ ঘটনার বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, ওই ছেলে ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। সে ডাব চুরির উদ্দেশ্যে গাছে ওঠার পর আর নামতে পারেনি। ভয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে যায়।