হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে হত্যা মামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যুদণ্ড

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে রাজ সাহ নামের এক যুবককে হত্যার দায়ে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিনকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অর্থ আত্মসাতের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। 

আজ রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত জসিম পাশের জেলা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বামুনদী গ্রামের মজিদ মোল্যার ছেলে।

রাষ্ট্রে পক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আইনজীবী নওয়াব আলী মৃধা জানান, মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার ভবন নির্মাণকাজ ও এর দেখাশোনা করতেন নির্মাণ শ্রমিক জসিম। রাতে একা থাকায় সমস্যা হয় এ অজুহাতে ভবন মালিক সুমনের ছোট ভাই রাজু সাহাকে (২৫) ডেকে নেন জসিম। পরে রাতে রাজুর সঙ্গে থাকা সোনার ব্রেসলেট ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করেন জসিম। পরে লাশ বস্তায় ভরে পাশের একটি শৌচাগারের ফেলে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় ২০২১ সালের ৪ জানুয়ারি নিহত রাজুর মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস