হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আগুনে পুড়ল বাস

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল থেকে আগুন লেগে বাসটি পুড়ে যায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নিহত রবিউল জেলা সদরের গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছে। ঘটনার পর বাসটিতে আগুন লেগে গেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মোটরসাইকেলের পেট্রল থেকে বাসে আগুন লাগে।’

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার