হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় ৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৫ টির মধ্যে ৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ওই সব এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

জানা যায়, সকাল ৯টা ১০ মিনিট থেকে ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৮৩ ভোটের মধ্যে ১৪০ জন ভোট প্রদান করেন। এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ৩ হাজার ২৬৩ ভোটের মধ্যে ২০৮ জন, বেলা সাড়ে ১০টায় ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৩৮ ভোটের মধ্যে ২৫৫ জন, বেলা ১০টা ৪৫ মিনিটে ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী আল মাদ্রাসাতুল ইসলাম কেন্দ্রে ১ হাজার ৩৬৫ ভোটের মধ্যে ৩৫০ জন, বেলা সোয়া ১১টার সময় ৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা কেএম কলেজ কেন্দ্রে (মহিলা কেন্দ্র) ১ হাজার ৪৩৭ ভোটের মধ্যে ২৯৪ জন ভোট ও বেলা সোয়া ১১টার সময় ৩ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা কেএম কলেজ কেন্দ্রে (পুরুষ) ১ হাজার ২৯৯ ভোটের মধ্যে ৩০৫ জন ভোট প্রদান করেছেন। 

এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ৩ জন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ২ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৪ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ২ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ২ জন ও ৯ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম। 

এ বিষয়ে মনজুরুল আলম বলেন, করোনা মহামারির কারণে এ নির্বাচন ২ দফা পিছিয়ে ছিল। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রের ৮১টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। এ নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৪৩৫ জন, নারী ভোটার ১৩ হাজার ৪৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।  

আজিম উদ্দিন বলেন, এ নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি,২টি মোবাইল টিম এবং ১০ জনের সমন্বয়ে পুলিশ স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে। 

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮ দশমিক ৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় এটি ৪র্থ নির্বাচন। 

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান