হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) এবং একই এলাকার জালাল মোল্যার ছেলে রাশেদ মোল্যা (২৫)।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর আরোহী রাশেদ মোল্যা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লরিটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ জন্য লরির চালককে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল