হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩০) এবং একই এলাকার জালাল মোল্যার ছেলে রাশেদ মোল্যা (২৫)।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি তেলবাহী লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর আরোহী রাশেদ মোল্যা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তেলবাহী লরির চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লরিটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ জন্য লরির চালককে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ