হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে অভিযান, ১২ ককটেল জব্দ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জামায়াত ইসলামের জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ জানায়, নাশকতার মামলায় কোতোয়ালি থানা কর্তৃক তাকদীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। 

সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ৩টায় পুলিশের একটি টিম কার্যালয়ে ঢুকে। প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় তারা কার্যালয়ের বিভিন্ন কক্ষে ও আলমারি ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কক্ষে ফুজি ফিল্ম নামে কাগজের বাক্স থেকে ৭টি এবং ওই মার্কেটের ছাদে ওঠার সিঁড়ির পাশ থেকে খোলা জায়গায় রাখা ৫টি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া অফিসে থাকা বিভিন্ন নথি ও কাগজপত্রসহ কিছু বইও জব্দ করে পুলিশ। 

১২টি ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, জেলা কার্যালয় থেকে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলে জামায়াতের বড় একটি অংশ পরিচালনা করা হয়। তারা এখানে একত্রিত হয়ে নিয়মিত মিটিং ও কর্মিসভা করে থাকে। এখানে জঙ্গি প্রশিক্ষণের অনেক বইও পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা এখানে বসে ফরিদপুরসহ ঢাকায় নাশকতার পরিকল্পনা করে থাকে। বিষয়টি নিয়ে আমরা বিষদ তদন্ত করব এবং মামলা করব। যেগুলো নিষিদ্ধ রয়েছে তা জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হবে। এ ছাড়া এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান সহ পুলিশ সদস্যরা।

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান

ফরিদপুরের আলফাডাঙ্গা: বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বাউলদের নিয়ে ফখরুলের বক্তব্যের প্রতিবাদ, পদত্যাগের ঘোষণা ওলামা দলের নেতার

‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার হাতিয়ে নেওয়া শেখ ফয়েজ গ্রেপ্তার