হোম > সারা দেশ > ফরিদপুর

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে ইয়াবার চালান, গ্রেপ্তার ৩ 

ফরিদপুর প্রতিনিধি

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল। 

এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান। 

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ