হোম > সারা দেশ > ফরিদপুর

নৌকার সমর্থককে মারধরের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়। 

নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী। 

নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’ 

মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’ 

এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ