হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় সম্মানী ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না মুক্তিযোদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় সম্মানী ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বরের। তিনি মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তুলতে বাড়ি থেকে নগরকান্দা উপজেলা সদরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের মৃত নুরুল হক মাতুব্বরের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নগরকান্দা উপজেলা সদর শাখা সোনালী ব্যাংক থেকে সম্মানী ভাতা তুলতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হন মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। তিনি একটি ভ্যানগাড়ি ভাড়া নিয়ে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে ভ্যানগাড়িকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর (৬৮)। তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, মাইক্রোবাস চাপায় বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। ঘাতক মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা চলছে। 

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান