হোম > সারা দেশ > ফরিদপুর

ইঞ্জিনিয়ার মোশাররফের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সাবেক শ্বশুর। আজ রোববার মামলাটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক বলেন, ‘সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ৩৫ কোটি ১৮ লাখ কোটি ৭৯ হাজার ৭৭ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপুল এই সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।’

তিনি জানান, এ ছাড়া ১৫টি ব্যাংক হিসাবে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার লেনদেন করেছেন। এই লেনদেন কে অস্বাভাবিক বলছে দুদক।

মামলার এজাহারে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন—২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন—২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৮, ২০১৪ ও ২০১৮ এই তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৩ সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৯ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সরিয়ে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রী করা হয়।

২০২২ সালে ৯ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় চার্জশিটভুক্ত আসামি মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ২০২০ সাল থেকে মোশাররফ হোসেনের দুই সহযোগী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলও কারাগারে রয়েছেন আটক করে পুলিশ।

গত বছরের ২১ অক্টোবর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রায় সাত মাস পর সংস্থাটির অনুসন্ধান শেষে মামলা করেছে সংস্থাটি। তিনি ২০২২ থেকে সুইজারল্যান্ডে বসবাস করছেন।

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ