ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগ। আজ মঙ্গলবার সকালে থেকে সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। এ সময় ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশ্বরোড গোলচত্বরের আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘মহাসড়কের উন্নয়নের লক্ষ্যে ঢাকা থেকে পটুয়াখালী ও ভাঙ্গা থেকে মোল্লারহাট পর্যন্ত সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আজ থেকে শুরু হয়েছে। এর আগে আমরা স্থানীয়ভাবে নোটিশ জারি করি, মাইকিং করি এবং লাল পতাকা টানিয়ে দিই। তারপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিই।’