হোম > সারা দেশ > ফরিদপুর

মালয়েশিয়ায় ক্রেন উল্টে বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর) 

মালয়েশিয়ায় ক্রেন উল্টে মারা গেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চর বালিয়া গ্রামের ফাইজুর মোল্লা (২৮)।

গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তিনি মারা যান। নিহত ফাইজুর মোল্লা চর বালিয়া গ্রামের মৃত সামছুল হক মোল্লা ও সবেদা বেগম দম্পতির ছোট সন্তান। এ দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ফাইজুর ছিলেন সবার ছোট।

পরিবারের সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফাইজুর মোল্লা মালয়েশিয়া যান। সেখানে ক্রেন চালানোর কাজ নেন। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে কাজে যান ফাইজুর। সকাল ১০টার দিকে তাঁর ক্রেনটি উল্টে যায়। এ সময় ফাইজুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ফাইজুরের মৃত্যুতে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা। গত জুনে স্বামী সামছুল হক মোল্লাকে হারিয়েছেন তিনি। তিন মাসের ব্যবধানে সন্তানকে হারিয়ে সবেদা বেগম এখন পাগলপ্রায়। মারা যাওয়ার আগেরদিনও ফাইজুর মায়ের সঙ্গে কথা বলেছেন। 

আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসিয়ার মাতুব্বর জানান, ফাইজুরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফাইজুরের বড় দুই ভাই সাইফুল মোল্লা ও সানোয়ার মোল্লাও মালয়েশিয়ায় থাকতেন। গত বছর করোনা মহামারি শুরুর আগে দুই ভাই দেশে আসেন। আর যেতে পারেননি। পরিবারের আদরের ছোট ভাই ফাইজুরকে হারিয়ে তাঁরা নির্বাক।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ