হোম > সারা দেশ > ফরিদপুর

অভিযান শেষ হতেই আগের দামে বিক্রি

ফরিদপুর শহরের বিভিন্ন বাজারে তরমুজের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার অভিযানের সময় ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ নিউমার্কেট এলাকায় তরমুজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ক্রেতাদের কাছে দাঁড়িয়ে থেকে ওই দোকানের তরমুজগুলো ২৮০ টাকা করে বিক্রি করেন এবং অন্যদের বেশি দামে তরমুজ না কেনার অনুরোধ করেন সোহেল শেখ। কিন্তু বিকেলে শহরের নিউমার্কেট, চকবাজার, কাঠপট্টি ও হাজী শরীয়তুল্লাহ বাজারে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। খুচরা বিক্রেতারা প্রতিটি তরমুজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন। কোথাও দেখা যায়নি ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তার উল্লিখিত দাম।

এদিকে গতকাল আরও ছয় জেলায় অভিযান চালিয়ে ১৪ বিক্রেতাকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

মৌলভীবাজার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মাদারীপুর: শিবচর পৌর বাজারে ৩ দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নড়াইল: বেশি দামে ফল বিক্রি করায় দুই বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়।

বরিশাল: গৌরনদী উপজেলার আশোকাঠী বাজারে অভিযান চালিয়েছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
কুমিল্লা: হোমনা পৌর এলাকায় বাজার তদারক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় তিন দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা