হোম > সারা দেশ > ফরিদপুর

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় কলেজছাত্রীর পরিবারের লোকজনকে পেটানোর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে জেলার ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘গতকাল রাতেই রায়মোহনকে সালথা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, ‘এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবা-চাচাসহ কয়েকজনকে পেটানোর মামলায় পলাতক আসামি হিসেবে রায় মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।’

পুলিশ জানায়, ১০ মার্চ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে দলবল নিয়ে একই পরিবারের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে পরের দিন সালথা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে রায় মোহন জানান, কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে গেলে ঘটনার দিন স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করতে গেলে উল্টো রায় মোহনকে মারধর করা হয়।

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ