হোম > সারা দেশ > ফরিদপুর

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় কলেজছাত্রীর পরিবারের লোকজনকে পেটানোর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে জেলার ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘গতকাল রাতেই রায়মোহনকে সালথা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, ‘এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবা-চাচাসহ কয়েকজনকে পেটানোর মামলায় পলাতক আসামি হিসেবে রায় মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।’

পুলিশ জানায়, ১০ মার্চ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে দলবল নিয়ে একই পরিবারের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে পরের দিন সালথা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে রায় মোহন জানান, কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে গেলে ঘটনার দিন স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করতে গেলে উল্টো রায় মোহনকে মারধর করা হয়।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০