হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় তন্বী আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার  (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ছাড়া এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।’

এদিকে তন্বী আক্তারের বাবা মনা মৃধার দাবি, তাঁর মেয়েকে হত্যা করে স্বামীর পরিবারের লোকেরা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।

এ নিয়ে গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পারভেজ মাতুব্বর বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।’ 

 

 

 

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০