হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মহাসড়কে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের ২ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি

দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছোরদিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মেছোরদিয়া গ্রামের মিঠুন ব্যাপারীর ছেলে মিনহাজ ব্যাপারী (১৫) ও কোটবাড়ির লক্ষ্মণদিয়া গ্রামের মৃত হাছেন মাতুব্বরের ছেলে সোহরাফ মাতুব্বর (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার মেছোরদিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও চালকের সহযোগী পালিয়েছেন।

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ