হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় ধর্ষণের শিকার এক কিশোরী (১৩) আত্মহত্যা করেছে। উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে নিজেদের বসতঘরের আড়া থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। নিহত কিশোরী স্থানীয় সাড়ুকদিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।  

সালথা থানা-পুলিশ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে সোহেল রানা (২২)। মেয়েটির মা প্রবাসে থাকেন এবং বাবা ও ভাই জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় গিয়ে দিনমজুরের কাজ করেন। এই সুযোগে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

এমন অভিযোগে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৪ মার্চ মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে বখাটে সোহেল মেয়েটির বাড়িতে এসে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করেন। এই মামলার পর গত ২০ এপ্রিল রাতে পটুয়াখালী থেকে সোহেলকে গ্রেপ্তার করে র‍্যাব। বর্তমানে অভিযুক্ত সোহেল কারাগারে রয়েছেন।

মেয়েটির পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হওয়ার পরও উভয় পরিবার মীমাংসার চেষ্টা করে। তবে মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি অভিযুক্ত সোহেলের পরিবার। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল কিশোরী। আজ সকালে নিজঘরের আড়ার সঙ্গে মেয়েটির লাশ ঝুলতে দেখে তার পরিবার। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত কিশোরীর বাবার অভিযোগ, তাঁদের বাড়ির পাশেই সোহেলদের এক আত্মীয় রয়েছেন। তাঁরা নানানভাবে মামলা তুলে নিতে বাজে কথা বলতেন মেয়ে ও তাঁকে। সর্বশেষ আজ সকালে ওই কিশোরী ও বাবাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মামলা তুলে নিতে বলেন সোহেলের স্বজনেরা। এর পরেই অভিমান করে আত্মহত্যা করে তাঁর মেয়ে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মেয়েটার সঙ্গে সোহেল নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বলে জেনেছি। তবে ধর্ষণের শিকার কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত না। বিষয়টি নিয়ে ওই মেয়ের বাবা মামলা করলে সোহেলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, সোহেলকে গ্রেপ্তারের পর মেয়েটির পরিবার সোহেলের সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তাব দিয়েছিল। এতে সোহেলের পরিবার রাজি না হওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান

ফরিদপুরের আলফাডাঙ্গা: বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বাউলদের নিয়ে ফখরুলের বক্তব্যের প্রতিবাদ, পদত্যাগের ঘোষণা ওলামা দলের নেতার

‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার হাতিয়ে নেওয়া শেখ ফয়েজ গ্রেপ্তার

ফরিদপুরে ধর্ষণ মামলায় চাচার আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে গভীর রাতে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু