স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবিতে সদর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর শহরতলির আদিয়াবাদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাজমুল হাসান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধির জোর দাবি জানান। একই সঙ্গে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। মানববন্ধনে সাদিপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় সাইকেলচালক মো. নাঈম নিহত হয়।