হোম > সারা দেশ > ফরিদপুর

শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপন হয়: প্রাণিসম্পদমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপন হয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। 

আজ রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই এই বাংলাদেশ আছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপন হয়, একুশে ফেব্রুয়ারি, ষোল ডিসেম্বর উদ্‌যাপিত হয়। তাঁর কারণেই ছাব্বিশ মার্চ প্রাণের উৎসবে সবাই এক জায়গায় দাঁড়াই। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি না থাকে এর কিছুই থাকবে না।’ 

মন্ত্রী আরও বলেন, ‘এই ফরিদপুরে অন্যান্য সংগঠনের কিছুটা হলেও অস্তিত্ব আছে। কিন্তু তারা কখনই এই বর্ষবরণ উদ্‌যাপনে আগ্রহী থাকে না, তারা একুশে ফেব্রুয়ারি উদ্‌যাপনে উৎসাহিত হয় না। তারা ষোল ডিসেম্বর, ছাব্বিশ মার্চে প্রতি উদাসীন থাকে। 

‘সুতরাং, আমরা এই বাঙালির আবহমানকালের যে সংস্কৃতি; যারা ধারণ করি তারা সকলে একই কাতারে দাঁড়াব এবং এই ফরিদপুরকে একটি নতুন ফরিদপুরে গড়ে তুলতে চাই।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রাণিসম্পদমন্ত্রী। শোভাযাত্রাটি রং-বেরঙের সাজে ও ঢাকের তালের নৃত্যে শহরের মুজিব সড়ক প্রদিক্ষণ করে। এতে ফুটে উঠে হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য। 

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে কোর্ট চত্বর এলাকায় ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনে বাঙালি খাবার পান্তা-ইলিশের আয়োজন করা হয়। সেখানে অতিথিরা অংশগ্রহণ করেন।

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর