হোম > সারা দেশ > ফরিদপুর

দ. আফ্রিকায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, এবার সড়কে বড় ভাইয়ের প্রাণহানি

ফরিদপুর প্রতিনিধি

দুই ছেলের সঙ্গে মো. গিয়াস উদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ২০১৯ সালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার পর এবার সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বড় ভাইয়ের। সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনিতে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মো. গিয়াস উদ্দিন মিয়া (৫৫)। দুর্ঘটনায় তাঁর দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে।

গিয়াস ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি ২০০৯ সাল থেকে ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস এবং একটি শপিং সেন্টারে ব্যবসা করতেন।

আজ শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গিয়াসের আরেক ভাই দাউদ মিয়া। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। সে জন্য শহরের ভিসা সেন্টার থেকে আবেদন শেষ করে প্রাইভেট কার চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গাড়িতে থাকা তাঁর দুই ছেলে আহত হয়। তারা সুস্থ আছে বলে জানা গেছে।

দাউদ বলেন, ‘আমরা সাত ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া আততায়ীদের হাতে নিহত হয়। সে-ও ব্যবসা করত। এখন আরেক ভাই মারা গেল। তার লাশ আনার ব্যবস্থা করা হচ্ছে।’

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর