হোম > সারা দেশ > ফরিদপুর

পাটকলে আগুনে পুড়েছে ৫০ হাজার মণ পাট

প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় একটি বেসরকারি পাটকলে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

পাটকল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ওই গ্রামের জনতা পাটকলে রোববার আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলের তিন নম্বর ফ্লোর থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। 

বিকেল সাড়ে পাঁচটায় পাটকলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে কথা বলার সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন লাগার সময় তিন শতাধিক শ্রমিক কাজ করছিলেন। কিন্তু এতে কোনো হতাহত খবর পাওয়া যায়নি। এখনো আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি। 

উপ মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনে মিলের ৫০-৬০ হাজার মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া পাট পরিবহনের ট্রলি, মিলের যন্ত্রাংশ, পাটের গোডাউন আগুনে পুড়ে গেছে। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা, নগরকান্দা, মাদারীপুর, মাগুরা ও মহম্মদপুর ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। পাটকলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ডোবরা জনতা পাটকলে আগুন লাগার ঘটনায় সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ