হোম > সারা দেশ > ফরিদপুর

পুলিশের আহ্বানে ঢাল-তলোয়ার জমা দিল ফরিদপুরের বিবদমান দুপক্ষ

প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

পুলিশের কাছে অস্ত্র জমা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী থানার চন্ডিবিলা গ্রামের বিবাদমান দুই পক্ষ। পুলিশের অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা অস্ত্র সমর্পণ করেছেন। পুলিশের উদ্যোগে গতকাল বিকেলে ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় তাঁরা অস্ত্র জমা দেন। 

থানা সূত্রে জানা যায়, চন্ডিবিলা গ্রামে বিবাদমান দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. চাঁন মিয়া। অপর পক্ষের নেতৃত্বে বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এসএম ফারুক হেসেনের সমর্থক চন্ডিবিলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য কাজী রফিউদ্দীন। প্রায়ই দুই পক্ষের লোক নিজ গ্রাম ও আশপাশের গ্রামে গিয়ে সংঘর্ষে জড়ান। 

এ অবস্থা নিরসনে পুলিশের পক্ষ থেকে সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ওই দিন দুই পক্ষ মোট ২৮টি সড়কি, ১৭টি রামদা, ৩৮টি ঢাল ও একটি চাইনিজ কুড়াল জমা দিয়েছেন। 

অস্ত্র সমর্পণ উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। ওসি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন এবং সাবেক চেয়ারম্যান মো. চাঁন মিয়া প্রমুখ। 

চন্ডিবিলা গ্রামের বাসিন্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জামাল হোসেন জানান, পুলিশের অস্ত্র জমা নেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে উভয় গ্রুপের কাছে মজুত থাকা অস্ত্রশস্ত্রের সামান্য অংশ জমা পড়লেও ‍বিপুল পরিমাণ অস্ত্র তাঁদের হাতে রয়ে গেছে। 

বোয়ালমারী থানা-পুলিশের চার নম্বর বিটের (ঘোষপুর ইউনিয়ন) দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, অস্ত্রগুলো উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানা হেফাজতে থাকা অস্ত্রগুলোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া পক্ষ দুটির হাতে থাকা বাকি অস্ত্র আগামী সাত সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর