হোম > সারা দেশ > ফরিদপুর

তৃতীয়বারের মতো স্থগিত হলো নগরকান্দা আওয়ামী লীগের সম্মেলন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন তৃতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল জেলা পরিষদ হলরুমে সম্মেলন হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে ১২ সেপ্টেম্বর সম্মেলন হওয়ার কথা ছিল। তার আগে ২০১৮ সালে ঘোষণার পরও সম্মেলন স্থগিত করা হয়েছে। সর্বশেষ ২০১২ সালের ২৩ ডিসেম্বর নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। 

সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জামাল হোসেন মিয়া বলেন, ‘সম্মেলন সফল করার সব প্রস্তুতি আমরা নিয়েছিলাম। প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী ও সম্মেলন একই দিন হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, ‘গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার আমাদের দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে সম্মেলন না করে তা স্থগিত করায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের ধন্যবাদ জানাই। সম্মেলন স্থগিতের চিঠি আমরা হাতে পেয়েছি।’ 

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে