হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে গভীর রাতে বাস উল্টে নিহত ৩ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। 

গতকাল বৃহস্পতিবার রাত ২টায় ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা হাইওয়ে থানা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। মারা যাওয়া অপর দুজন পুরুষ। তাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ ছাড়া গুরুতর আহতদের মধ্যে রয়েছেন খুলনা এলাকার বাসিন্দা রিনা বেগম (৩৫) ও তাঁর ছেলে রনি (৮), রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা দুলাল ও শামসু নামের এক ব্যক্তি। 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। 

আবু জাফর বলেন, ‘নিহত ও আহতদের উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। ধারণা করা হচ্ছে বাসটির চালক ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর বাসটি উল্টে যায়।’ 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, বাসটি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। সম্ভবত চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ সময় বাসে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে আনা হয়। তাঁদের মধ্যে অজ্ঞান অবস্থায় এক যুবককে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। এ ছাড়া আহত চারজন এখন শঙ্কামুক্ত।

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে