হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা

ফরিদপুর প্রতিনিধি

বাড়িতে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান।

এর আগে আজ শনিবার বিকেলে মধুখালী থানায় সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি হিসেবে উল্লেখ করেছেন তিনি। অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরি করতে বাড়িতে ঢুকেছিল এবং হামলাকারীকে অন্ধকারে চেনা যায়নি বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন পূর্বপাড়ার বোস বাড়িতে এ ঘটনা ঘটে। এতে সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫) আহত হন। তাঁরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসক অর্ণব জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে গেছে।

এজাহারে সৌগত বসু উল্লেখ করেছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অবৈধভাবে ঢোকে এক দুর্বৃত্ত। এ সময় বাড়িতে মা, বাবা ও প্রতিবেশী প্রীতি মালো অবস্থান করছিলেন। হঠাৎ প্রীতি বাড়িতে কারও উপস্থিতি টের পান। এরপর দোতলা বাড়ির নিচতলার ঘরগুলোয় খুঁজতে থাকেন।

একপর্যায়ে দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অজ্ঞাতনামা ব্যক্তি শ্যামলেন্দু বসুর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে প্রীতি ও কাকুলী বসুকেও কুপিয়ে এবং আঘাত করে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার

সাত খুনের চারটিই ক্লুলেস

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা