হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা জামায়াত ইসলামের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। ওই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টায় কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। এতে এজাহারভুক্ত ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে মো. হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, জামায়াত কার্যালয়ে অভিযানে ককটেল ও উগ্রবাদী বই উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সাইফুল ইসলাম তাকবীর (২০) নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগেই নাশকতার ঘটনায় মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর