হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়েছেন। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’ 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে সিরাজ রামদা নিয়ে ভাতিজার মাথায় কোপ দেন। ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, ‘গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মস্তোফা কারিকরের মুসলমানি অনুষ্ঠান করি। এতে চাচা সিরাজকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। আজ বিকেলে ভাই ওবায়দুর আর চাচা সিরাজ কথা-কাটাকাটি করছিলেন। এমন সময় চাচা রামদা নিয়ে ভাইয়ের মাথায় কোপ দেন। ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রবাসীর স্ত্রীর বঁটির কোপে ভাশুর নিহত

কলাবাগানে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ

ফরিদপুরে চলন্ত ট্রেনের সামনে শুয়ে নারীর আত্মহত্যা

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ