হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরের জিয়া মঞ্চ: ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে আগের ২১ জন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জিয়া মঞ্চের কমিটির বিষয়টি তুলে ধরেন নতুন আহ্বায়ক আব্দুলাহ আল মামুন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বাতিল হওয়া জিয়া মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্যের এ কমিটিতে বাতিল হওয়া কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং সদস্যসচিব হিসেবে এ বি সিদ্দিক অপুর নাম রয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন নতুন আহ্বায়ক আব্দুলাহ আল মামুন। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা জিয়া মঞ্চে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়ায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ জুন কেন্দ্রীয় কমিটি জরুরি সভা করে আগের কমিটি বাতিল করে। পরে ২ জুলাই কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মামুন বলেন, নতুন কমিটিতে আগের কমিটির ২১ জন ও নতুন করে চারজনকে নেওয়া হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। নতুন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হবে না। যারা চাঁদাবাজিসহ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, এ কমিটিতে তাদের কোনো স্থান দেওয়া হবে না।

নতুন আহ্বায়ক অভিযোগ করেন, আগের জেলা কমিটির অধিকাংশ নেতাকে না জানিয়ে ওই কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী ব্যক্তিগতভাবে সদর উপজেলার বিতর্কিত কমিটি দিয়েছিলেন। যে কমিটিতে সভাপতি করা হয়েছিল হত্যা মামলাসহ বিভিন্ন মামলার এক আসামিকে। যার কারণে কেন্দ্র ক্ষিপ্ত হয়ে জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করে। পরে সবাইকে ডেকে কমিটি দুটি বাতিল করে দেয়।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ এপ্রিল ১০১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি ছিলেন আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ মো. ইব্রাহিম আলী।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ মো. ইব্রাহিম আলী বলেন, ‘আমাদের পূর্বের কমিটি বাতিল করা হলেও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকার সুযোগে একটি আহ্বায়ক কমিটি আনা হয়েছে। যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ কমিটি পারিবারিক এবং শহরের লক্ষ্মীপুর ও আদমপুরের কমিটি। অতিশীঘ্রই এ কমিটি থেকে ১৩ জন সদস্য পদত্যাগ করবে এবং কেন্দ্র বাতিল ঘোষণা করবে।’

উল্লেখ্য, গত ১৯ জুন সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি করা হয় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ অন্তত ২০ মামলার আসামি খায়রুজ্জামান খাজা নামের এক ব্যক্তিকে। এরপরই কমিটি ঘিরে বিতর্ক শুরু হয়।

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল

ফরিদপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরীক্ষাকেন্দ্রে মহড়া দেওয়া সেই যুবক গ্রেপ্তার