হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রয়েল এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি। এ সময় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মো. তোবারক আলী বলেন, ‘সকাল তখন প্রায় ১০টা। এ সময় বৃষ্টি হচ্ছিল। তখন একটি বাস আরেকটি বাসকে দ্রুতগতিতে পার (ওভারটেকিং) হওয়ার সময় আরেকটি বাসের সঙ্গে মুখিমুখি লেগে যায়।’

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যানজট হলে পরে স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ