হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এক নববধূকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ নববধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গতকাল বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও আহত গৃহবধূর পরিবার জানায়, পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের (২১) সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের (১৯) মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। গত ৯ এপ্রিল তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন নিশাত। 

তাঁরা আরও জানান, গতকাল বুধবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে মোরশেদা স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এ সময় শ্বশুরবাড়ির সদস্যরা নববধূকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করেন। মোরশেদার বড় বোন এ সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোরশেদাকে উদ্ধার করে। 

মোরশেদা খানম বলেন, ‘নিশাতের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। ৯ মাস তাঁর সঙ্গে আমার প্রেম চলছিল। আমাদের বাড়িতে সে নিয়মিত যাতায়াত করত। ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে আমাদের বাড়িতে বিয়ে করি। পরদিন সকালে পালিয়ে চলে আসে। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।’ 

মোরশেদা খানম বলেন, ‘গতকাল আমি আমার স্বামীর বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে।’ 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ৯৯৯-এ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বহিরাগতকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা, রামদা নিয়ে কলেজশিক্ষকদের হুমকি

ফরিদপুরে কর্মচারীকে দিয়ে নারীর অস্ত্রোপচার, হাসপাতাল সিলগালা

ভাঙ্গায় মহাসড়কে মধ্যরাতে গাড়ির চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে পাইলিংয়ের সময় ধসে পড়ল পাশের ভবন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান