হোম > সারা দেশ > ফরিদপুর

বাল্যবিয়ের শিকার কিশোরীর বিষপানে মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

শরিয়তপুর, প্রতিনিধি

শরীয়তপুরে বাল্যবিয়ের শিকার স্বর্ণা আক্তার (১৬) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্বর্ণা আক্তার জেলার কালেক্টরেট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ভেদরগঞ্জের চরচান্দা হাওলাদারকান্দি গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্রে জানা যায়, গত বছর অক্টোবর মাসে শরীয়তপুর পৌরসভার তুলাসার এলাকার বাসিন্দা আল আমিনের (২৫) সঙ্গে স্বর্ণা আক্তারের বিয়ে হয়। এক বছর যেতে না যেতেই গত মঙ্গলবার সকালে শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে স্বামী আল আমিন স্বর্ণাকে হাসপাতালে রেখেই পালিয়ে যায়। এ ঘটনায় ফরিদপুর সদর থানা-পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্বর্ণার চাচা ফারুক হাওলাদার বলেন, বিয়ের সময় ও পরে দুই দফায় আল আমিনকে ৫ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। এরপরেও স্বর্ণাকে যৌতুকের জন্য নির্যাতন করা হত। আমাদের মেয়েটাকে ওরা মেরে ফেলবে বুঝতে পারিনি। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করব। 

স্বর্ণার সহপাঠী মিথিলা বলেন, বাল্য বিয়ের কারণেই এ ঘটনা ঘটেছে। কারণ সংসার, স্কুল, পরিবেশ সবদিক এই বয়সে মানানো যায় না। অনেক চাপ সৃষ্টি হয়। এ কারণেই হয়তো স্বর্ণা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাকে হত্যা করা হয়েছে। স্বর্ণার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি। আর বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর পদক্ষেপ নিতে প্রশাসনকে অনুরোধ করছি।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় ফরিদপুরে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওই কিশোরীর স্বামী আল আমিন এখনও পলাতক রয়েছে। তার মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার মূল কারণ জানা যাবে। তখন আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল