হোম > সারা দেশ > ফরিদপুর

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড, দিতে হবে ৫ লাখ টাকা

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি (৫৭) জেলা সদরের একটি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে তাঁর বয়স্ক চাচা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তাঁর পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছি।’

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করেন চাচা। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে হাতেনাতে আটক এবং ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।

ওসিসির আইন কর্মকর্তা সালমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কিশোরী হাঁটাচলা করতে পারে না। তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন শারীরিক অবস্থা দেখে আমরাই কেঁদেছিলাম। একজন কিশোরী তার পরিবারের কাছেও নিরাপদ না থাকা মানে সমাজের নৈতিক অবক্ষয়। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো, এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ রক্ষা পাবে না।’

ফরিদপুরে ১১ দলের ইউনিয়ন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে