হোম > সারা দেশ > ফরিদপুর

রোগীদের জিম্মি করে অর্থ আদায়, ফরিদপুর মেডিকেল থেকে নারী আটক

ফরিদপুর প্রতিনিধি

আটক হেলেনা আক্তার। ছবি: সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোগীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে আজ রোববার দুপুরে তাঁকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে আসছিলেন হেলেনা আক্তার। হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নিয়ে আসছিলেন। এমন কর্মকাণ্ডে কয়েকবার আটক হলেও বেরিয়ে এসে পুনরায় একই কাজ চালিয়ে যান।

বিষয়টি জানতে পেরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়রা হেলেনা আক্তারকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন হেলেনা আক্তার। এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে।

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে