ফরিদপুরের ১৬ জন শিক্ষকসহ একটি ট্রলার পদ্মা নদীতে পাড়ে ভিড়তে গিয়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন শিক্ষক নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের (নৌ বন্দর) সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগির হোসেন ও সরদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন।
নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, ট্রলার ডুবির খবর পেয়ে দ্রুত স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযানে ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুজন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ দুই শিক্ষককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম জানান, তাঁর প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক রেজাউল করিমসহ শহরের বিভিন্ন স্কুলের ১৬ জন শিক্ষক বুধবার বিকেলে পদ্মায় ভ্রমণ করতে যায়। তাঁরা সন্ধ্যায় শহরের ফেরার পথে নৌ বন্দর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।