হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের পর মারা গেল মেয়েও

ফরিদপুর প্রতিনিধি

মা-মেয়েকে ধাক্কা দেওয়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মা ও আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চলচিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)। এ ঘটনায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যার পর মা ও মেয়ে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মা-মেয়েকে সজোরে ধাক্কা দিলে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মা সাজেদা বেগম মারা যায় এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেয়ে আছিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০