ফরিদপুরের সালথায় সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
আজ বুধবার সকালে সালথা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে তিন থেকে চার হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি মো. আসিকুজ্জমান জানান, সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও তিন থেকে চার হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি না মানায় স্থানীয় একজনকে লাঠিপেটা করার জেরে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সালথা থানা, উপজেলা কমপ্লেক্সসহ ওই এলাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত জনতা। এসময় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এসময় একজন নিহত হয়। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।